• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল হতে পারে আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১১:৫৫ এএম
প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল হতে পারে আজ
প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল হতে পারে আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত ও মৌখিক পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় প্রথম ধাপে সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭।

২০ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। গত ৩১ জানুয়ারি পর্যন্ত নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

ফল প্রকাশের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে জানান, প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। আজ (২৭ ফেব্রয়ারি) সন্ধ্যায় এ ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার চেষ্টা চলছে।

Link copied!