সরকারি চাকরিতে ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় শাহবাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ৩৫-প্রত্যাশীরা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
৩৫-প্রত্যাশীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মওদুদ আহাম্মেদ মিঠু। তিনি বলেন, চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ ১৩ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম, সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
মওদুদ আহাম্মেদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ৩৫ প্রত্যাশী ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করেছে। আমরা সরকারের ৩২ বছর ঘোষিত প্রহসনের গেজেট প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক ঘোষিত চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত রেখে তা অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ২০ জানুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করব।