সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হয়েছে। প্রথম দিনে শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলায় মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। শরীয়তপুর জেলায় পরীক্ষা চলবে ১৩ জুন পর্যন্ত এবং কিশোরগঞ্জ জেলায় চলবে ১১ জুন পর্যন্ত।
বাকি জেলাগুলোতে পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা শুরু হবে। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলায় মৌখিক পরীক্ষা শুরু হবে ১১ মে; নরসিংদী, গাজীপুর ও কুমিল্লা জেলায় মৌখিক পরীক্ষা শুরু হবে ১২ মে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় সব সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। ওই দিন ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।