• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পেট্রোলিয়াম করপোরেশনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০১:০০ পিএম
পেট্রোলিয়াম করপোরেশনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আটটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটটি পদের লিখিত পরীক্ষা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে তিনটায় উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সংশ্লিষ্ট সবার মুঠোফোন নম্বরে এসএমএস পাঠানো হয়েছে। এসএমএসে পাঠানো লিংক থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। যেসব পদের পরীক্ষা হবে, সেগুলো হলো উপব্যবস্থাপক (বণ্টন ও বিপণন), উপব্যবস্থাপক (পরিকল্পনা), সহকারী ব্যবস্থাপক (সংস্থাপন), সহকারী ব্যবস্থাপক (এমআইএস), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা), কনিষ্ঠ কর্মকর্তা (বাণিজ্য ও পরিচালন) ও কনিষ্ঠ কর্মকর্তা (হিসাব)।

Link copied!