পররাষ্ট্র মন্ত্রণালয়ের দশম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এমসিকিউ পরীক্ষায় এক হাজার একজন উত্তীর্ণ।
মঙ্গলবার বিকেলে সরকারি কর্ম কমিশনরে (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগের জন্য গত ৪ মার্চ অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে এক হাজার একজন লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে করা হবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বাছাই পরীক্ষার ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দেখতে এই লিংকে ক্লিক করুন।