বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড, টঙ্গী, গাজীপুর লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম
আধা–দক্ষ শ্রমিক (শিক্ষানবিশ) গ্রেড–৪
পদসংখ্যা: ৯
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পাঞ্চিং/গ্রাইন্ডিং অ্যান্ড স্ট্রপিং/ইনজেকশন মোল্ডিং মেশিন/ রেজর অ্যাসেম্বলিং মেশিন/পাউচ প্যাকিং মেশিন/ ব্লিস্টার প্যাকিং মেশিন/ লেদ মেশিন/ সারফেস গ্রাইন্ডিং মেশিন পরিচালনার কাজে অভিজ্ঞতাসম্পন্ন। কারিগরি বা ট্রেড কোর্স (মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল) অভিজ্ঞতা অথবা রেজর ব্লেড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে নূন্যতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,০০০–২০,৯৬০ টাকা
পদের নাম
দক্ষ শ্রমিক (শিক্ষানবিশ) গ্রেড-৭
পদসংখ্যা
১৩
যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স) ডিগ্রি। পাঞ্চিং/গ্রাইন্ডিং অ্যান্ড স্ট্রপিং/ইনজেকশন মোল্ডিং মেশিন/ রেজর অ্যাসেম্বলিং মেশিন/পাউচ প্যাকিং মেশিন/ ব্লিস্টার প্যাকিং মেশিন/ লেদ মেশিন/ সারফেস গ্রাইন্ডিং মেশিন পরিচালনার কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেজর ব্লেড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে নূন্যতম চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
১০,০৫০-২৩,১৯০ টাকা
আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে এই লিংকে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৩১ অক্টোবর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।