প্রধান কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। এ কোম্পানিতে দুটি পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তির শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
১. পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: চার বছরের স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে কৃষি, উদ্ভিদবিজ্ঞান অথবা চা চাষসংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে চা চাষ, চা উৎপাদন, চা প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চা কোম্পানিতে সমপদমর্যাদায় কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর শ্রম আইন, করপোরেট আইন, সিকিউরিটিজ আইন, কোম্পানি আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৫৫
২. পদের নাম: কোম্পানি সচিব
পদসংখ্যা: ১
যোগ্যতা: চার বছরের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সনদপ্রাপ্ত সদস্য হতে হবে ও স্বনামধন্য লিস্টেড কোম্পানির সচিব হিসেবে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা ও কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন শ্রম আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন, বিধিবিধান ও শেয়ার ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। এ ছাড়া আরজেএসসি, বিএসইসি, ডিএসই, সিএসইসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতাসহ কোম্পানির বিভিন্ন সভার কার্যপত্র প্রস্তুত, মিনিটস লিখন, কমপ্লায়েন্সসহ অন্যান্য প্রতিবেদন প্রস্তুতসহ সংশ্লিষ্ট কাগজপত্র ও দলিলপত্রাদি সংরক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০
শর্ত: সব পদের প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শিতা ও কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে সক্ষম হতে হবে। প্রার্থীদের সৎ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, ইতিবাচক দৃষ্টিসম্পন্ন, কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রমে সক্ষম হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যেভাবে আবেদন: আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্মতারিখ, ০১/১১/২০২৪ তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর, ই–মেইল অ্যাড্রেস, প্রার্থীর বিষয়ে তথ্যদানে সক্ষম দুজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে সন্তান সংখ্যা উল্লেখ করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং বিভিন্ন পরীক্ষা পাসের সার্টিফিকেট/প্রশংসাপত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, বিজিআইসি টাওয়ার (অষ্টম তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৪।