• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বি-আর পাওয়ারজেন লিমিটেডে চাকরি, বেতন ১ লাখ ৪৯ হাজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০১:৫৮ পিএম
বি-আর পাওয়ারজেন লিমিটেডে চাকরি, বেতন ১ লাখ ৪৯ হাজার

সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেড এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

পদের নাম
এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা

যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫–এর মধ্যে ৩.০ ও জিপিএ/সিজিপিএ–৪-এর মধ্যে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের নিচে নয়, এমন পদে পাঁচ বছরের ও জেনারেশন ইউটিলিটিসে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব পাওয়ার সিস্টেম এবং পাবলিক প্রকিওরমেন্টে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্স বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স
সর্বোচ্চ ৬০ বছর

বেতন
১,৪৯,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের এই (https://brpowergen.gov.bd/site/notices/6dddca37-6319-4993-9eeb-d7ec8cc238d8/) লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপরে আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি
যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘বি-আর পাওয়ারজেন লিমিটেড’–এর অনুকূলে ২,০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক, বি-আর পাওয়ারজেন লিমিটেড, আইইবি ভবন (৯ম তলা), ৮/এ রমনা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়
৮ ডিসেম্বর ২০২৪।

Link copied!