• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

একাধিক পদে চাকরির সুযোগ কোস্ট ফাউন্ডেশনে , ৪০ বছরেও আবেদন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৩:৪৯ পিএম
একাধিক পদে চাকরির সুযোগ কোস্ট ফাউন্ডেশনে , ৪০ বছরেও আবেদন
একাধিক পদে চাকরির সুযোগ কোস্ট ফাউন্ডেশনে। ছবি: সংগৃহীত

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলার সদর ও কুতুবদিয়া উপজেলায় রেসিলিয়েন্স হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ (আরএইচএল) প্রকল্পে চার ক্যাটাগরির পদে চারজন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে আবেদন পাঠাতে হবে।

পদের নাম
প্রজেক্ট কো–অর্ডিনেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে।

অভিজ্ঞতা: ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন/মিটিগেশনে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: ৬০,০০০ টাকা

পদের নাম
অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অ্যাকাউন্টস/ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: ৪৫,০০০ টাকা

পদের নাম
টেকনিক্যাল অফিসার (এনভায়রনমেন্ট অ্যান্ড মনিটরিং)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভারনমেন্টাল সায়েন্সে চার বছর মেয়াদি স্নাতকসহ এনভায়রমেন্টাল সায়েন্স/এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং/জিওগ্রাফি/ডেভেলপমেন্ট স্টাডিজ/ডিজাস্টার ম্যানেজমেন্ট/ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট/জিআইএস অ্যান্ড রিমোট সেনসিং/কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন/মিটিগেশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: ৫৫,০০০ টাকা

পদের নাম
টেকনিক্যাল অফিসার (অ্যাকুয়াকালচার)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ অ্যাকুয়াকালচার, ফিশারিজ টেকনোলজি, ফিশ প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ফিশ জেনেটিকস অ্যান্ড বায়োটেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন/মিটিগেশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অ্যাগ্রিকালচার সাপ্লাই চেইনে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন : ৫৫,০০০ টাকা

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই  লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ
২৭ মার্চ ২০২৪

Link copied!