• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিআইবিএমে চাকরির সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১২:৫৩ পিএম
বিআইবিএমে চাকরির সুযোগ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) দুই ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম
এক্সিকিউটিভ অফিসার (আইটি/আইসিটি)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমতুল্য সিজিপিএ-২ গ্রহণযোগ্য নয়। পেশাগত সনদধারীদের (এমসিএসই, ওসিপি, এমসিডিবিএ, সিসিএনএ বা সমমানে) অগ্রাধিকার দেওয়া হবে। ইনস্টল কনফিগারিং ও উইন্ডোজ অথবা লিনাক্স প্ল্যাটফর্মের অধীন ল্যান এবং ওরাকল/এসকিউএল সার্ভার প্ল্যাটফর্মের অধীন একটি ডেটাবেজ সিস্টেম ডিজাইন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন: ৪১,৫৮০ থেকে ৬৩,২৮০ টাকা

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া, ১০ শতাংশ মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা বাবদ ২,০০০ টাকা এবং বিআইবিএমের এমপ্লয়িজ সার্ভিস রেগুলেশন অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম
অফিসার (জেনারেল)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমতুল্য সিজিপিএ-২ গ্রহণযোগ্য নয়। অফিস প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ই–মেইল) সম্পর্কে জ্ঞান ও কম্পিউটার চালানোর সক্ষমতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

বেতন: ১৯,৪২৫ থেকে ৩৮,৯৪৫ টাকা

সুযোগ–সুবিধা: মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া, ১০ শতাংশ মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা বাবদ ২,০০০ টাকা এবং বিআইবিএমের এমপ্লয়িজ সার্ভিস রেগুলেশন অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কসিট ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি (প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) নিজ স্বাক্ষর করা আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর আবেদন করা পদের নাম আবশ্যিকভাবে লিখতে হবে।

আবেদন ফি
বিআইবিএমের অনুকূলে ৬০০/- (ছয়শত) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), প্লট নম্বর-৪, মেইন রোড নম্বর- ১, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ সময়
১০ ডিসেম্বর ২০২৪

Link copied!