• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন করুন দ্রুত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৪:১৮ পিএম
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন করুন দ্রুত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে প্রজেক্ট সাপোর্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট সাপোর্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা:
যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, ইন্টারন্যাশনাল রিলেশনস, হিউম্যানিটারিয়ান স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনরে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় চাইল্ড প্রোটেকশন, এডুকেশন বা লাইভলিহুড–সংক্রান্ত প্রকল্পে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হিউম্যানিটারিয়ান রেসপন্সে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বাজেট অ্যানালাইসিস, প্রকিওরমেন্ট, লজিস্টিকস সাপোর্ট এবং এমঅ্যান্ডই টুলসে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৬৮,০৬৯ থেকে ৭৬,৫৭৭ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবন বিমা ও চিকিৎসাসুবিধা আছে।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৪।

Link copied!