নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য অধিদপ্তর। অধিদপ্তরটি দ্য সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টে (এসসিএমএফপি) একটি পদে ৫০ জনকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: অনবোর্ড অবজারভারস
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরিন ফিশারিজ, ফিশারিজ অথবা মেরিন সায়েন্সে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। সমুদ্রে থাকার মতো শারীরিক যোগ্যতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৩৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও প্রশিক্ষণে সদনের সত্যায়িত কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রজেক্ট ডিরেক্টর, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি), মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪।