বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২ হাজার ৯৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
শনিবার (৯ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে ৯ মার্চ পর্যন্ত। এতে ২ হাজার ৯৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া পাঁচজন প্রার্থীর ফল স্থগিত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।
মৌখিক পরীক্ষার বিস্তারিত ফল এই লিংকে দেখা যাবে।