পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের ৪৬টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে।
ওই দিন বেলা তিনটায় জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সোমবার থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড দিয়ে কালার প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এই প্রবেশপত্রটিই পরবর্তী মৌখিক পরীক্ষাসহ অন্যান্য প্রশাসনিক কাজে ব্যবহৃত হবে। পরীক্ষার প্রবেশপত্র–সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে এই ই-মেইলে ([email protected]) ১৬ ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ করতে হবে। এ ছাড়া টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটরের ফোন থেকে ০১৫০০১২১২১ নম্বরে কল করে পরামর্শ নেওয়া যাবে।