সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৬০৩ জন উত্তীর্ণ হয়েছেন।
রোববার (৫ মে) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬০৩ জন পরীক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (১৭শ বিজেএস) প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯ দশমিক ৭২।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৭ হাজার ৩১০ জন আবেদনকারী পরীক্ষার্থীর মধ্য ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশ নেন। ১ হাজার ১০৮ জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন।
সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। গত ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।