৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
এতে বলা হয়, বুধবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নেওয়ার তারিখ পরে জানানো হবে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।
এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।