• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

৪৪তম বিসিএস : ২৬ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৮:০৯ পিএম
৪৪তম বিসিএস : ২৬ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি : সংগৃহীত

৪৪তম বিসিএসের ২৬ ফেব্রুয়ারির সাধারণ, কারিগরি উভয় ক্যাডারের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক শাখার একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, “২৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে।”

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে সর্বোচ্চ ২৫০ জনকে নেওয়া হবে। এ ছাড়া পুলিশ ক্যাডারে ৫০ জনকে, পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে, আনসার ক্যাডারে ১৪ জনকে, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জনকে, কর ক্যাডারে ১১ জনকে, সমবায়ে আটজনকে, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যতে সাতজনকে, তথ্য ক্যাডারে ১০ জনকে, ডাকে ২৩ জনকে, বাণিজ্যে ছয়জনকে, পরিবার পরিকল্পনায় ২৭ জনকে, খাদ্যে তিনজনকে, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জনকে নেওয়া হবে।

Link copied!