• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

স্থাপত্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা ১৩ ডিসেম্বর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৯:৩৯ এএম
স্থাপত্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা ১৩ ডিসেম্বর

স্থাপত্য অধিদপ্তরের নন-গেজেটেডভুক্ত ১২ ক্যাটাগরিতে কর্মী নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সময়সূচি জানিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ক্যাটাগরির মৌখিক পরীক্ষা আগামী ১৩ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, রাজধানীর সেগুনবাগিচায় স্থাপত্য অধিদপ্তরের স্থাপত্য ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হবে। ইতোমধ্যে পাঠানো প্রবেশপত্র প্রার্থীকে অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়াও পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও কোটাসংক্রান্ত সনদ সঙ্গে আনতে হবে।

পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরার জোর নির্দেশনাও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

Link copied!