• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

জানুয়ারিতে হবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০২:২৯ পিএম
জানুয়ারিতে হবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।

রোববার (২১ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ তথ্য জানিয়েছেন।

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, "৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষা হবে। এরপরই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। জানুয়ারির মাঝামাঝি সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।"

মহাপরিচালক আরও বলেন, "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে পরীক্ষাসংশ্লিষ্ট বেশ কিছু কাজ শেষ করা হয়েছে।"

২০২০ সালের ১৯ অক্টোবর প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সাড়ে ৩২ হাজার জনকে নিয়োগের জন্য় বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০টি এবং প্রাথমিকে ৬ হাজার ৯৪৭টি পদ শূন্য রয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও লা হয়, সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এই গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন হবে ১১০০০-২৬৫৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা স্নাতক (পাস) থাকতে হবে।

এছাড়াও চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে তারাই আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ৩২ বছর।

Link copied!