• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ঔষধ প্রশাসন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০১:৩০ পিএম
ঔষধ প্রশাসন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি

ঔষধ প্রশাসন অধিদপ্তরে নবম গ্রেডের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পিএসসির ওয়েবসাইটে শনিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক (ভেট), সহকারী লাইসেন্সিং অফিসার, সহকারী জীবাণুবিদ, সহকারী জীবাণুবিদ (ভেট), সহকারী রসায়নবিদ ও সহকারী রসায়নবিদ (ভেট) পদের লিখিত পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

রাজধানীর তিনটি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd/ থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!