ঔষধ প্রশাসন অধিদপ্তরে নবম গ্রেডের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পিএসসির ওয়েবসাইটে শনিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক (ভেট), সহকারী লাইসেন্সিং অফিসার, সহকারী জীবাণুবিদ, সহকারী জীবাণুবিদ (ভেট), সহকারী রসায়নবিদ ও সহকারী রসায়নবিদ (ভেট) পদের লিখিত পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
রাজধানীর তিনটি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd/ থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।