ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রোগ্রামার পদে নিয়োগের জন্য় প্রার্থীরা নির্দিষ্ট সময়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ গ্রেডের প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের চতুর্থ তলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে বিকেল ৩টা থেকে।
মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগে প্রার্থীকে কেন্দ্রে আসতে হবে। অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।