ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই পদের লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির ডেপুটি ও.টি. সিস্টার এবং ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজধানীর নগর ভবনের শীতলক্ষ্যা হলে এ পরীক্ষা নেওয়া হবে।
২৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র http://dscc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অনলাইনে প্রবেশপত্র না পাওয়া গেলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।