• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডিএসসিসির লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১০:০২ এএম
ডিএসসিসির লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই পদের লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির ডেপুটি ও.টি. সিস্টার এবং ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজধানীর নগর ভবনের শীতলক্ষ্যা হলে এ পরীক্ষা নেওয়া হবে।

২৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র http://dscc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অনলাইনে প্রবেশপত্র না পাওয়া গেলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

Link copied!