আগামী ১৫ নভেম্বর বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের তথ্যের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।
সোমবার বিবৃতিতে বলা হয়, বিশ্বের জনসংখ্যা ১০০ কোটিতে পৌঁছাতে কয়েক হাজার বছর সময় লেগেছে। জনসংখ্যা সাতগুণ বৃদ্ধি পেতে মাত্র ২০০ বছর লেগেছে। ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটিতে।
জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী এবছর তা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। আর আগামী বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে ভারত।
২০৩০ সালে বিশ্বের মোট জনসংখ্যা হবে ৮৫০ কোটি। ২০৫০ সালে তা ৯৭০ কোটিতে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৮০ এর দশকে জনসংখ্যা সর্বোচ্চ ১০৪০ কোটি ছাড়াবে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের পূর্বাভাসে বলা হয়, ১৯৫০ সালের পর থেকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতি কমে যাচ্ছে। তবে আগামী বছরগুলোতে তা আগের মত দ্রুত বৃদ্ধি পাবে।
জাতিসংঘ আরও জানায়, জনসংখ্যার বৃদ্ধি স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতির আভাস দেয়। তবে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা মোকাবেলায় কার্যকর নীতির প্রয়োজনীয়তাও ইঙ্গিত করে এটি।