• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০২১ সালে ভূমধ্যসাগরে ৩ হাজার শরণার্থীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৫:২৬ পিএম
২০২১ সালে ভূমধ্যসাগরে ৩ হাজার শরণার্থীর মৃত্যু

প্রতি বছর ভূমধ্যসাগর ও আটলান্টিক সমুদ্রপথে হাজার হাজার শরণার্থী মারা যাচ্ছে। অবৈধ পথে ইউরোপে আশ্রয়ের খোঁজে যাওয়ার সময় প্রাণ হারাচ্ছেন তারা। তবু কমছে না জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়া। বরং আগের চেয়ে দিন দিন এই ঝুঁকি বাড়ছে।

২০২১ সালে ভূমধ্যসাগর ও আটলান্টিক সমুদ্রপথে ৩ হাজার ৭৭ জন আশ্রয়প্রার্থী মারা গেছেন। যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ।

শুক্রবার (২৯ এপ্রিল) প্রকাশিত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিবেদন বলছে, ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় এসব শরণার্থী, অভিবাসী ও আশ্রয়প্রার্থী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর-এর মুখপাত্র শাবিয়া মান্টু বলেন, ২০২১ সালের পরিসংখ্যানে দেখা গেছে আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ মানুষ প্রাণ হারায়। আমরা ক্রমবর্ধমান বৃদ্ধি দেখতে পাচ্ছি। এটি উদ্বেগজনক।

প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২১ সালে মধ্য ও পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে ১৯২৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আর উত্তর আফ্রিকার সামুদ্রিক রুটে ক্যানারি দ্বীপপুঞ্জে মারা গেছেন ১১৫৩ জন।

এর আগের বছর ২০২০ সালে আটলান্টিক ও ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রাণ হারান ১৫৪৪ জন। কিন্তু করোনার মধ্যেও উদ্বেগজনকহারে বাড়তে শুরু করে সমুদ্র পাড়ি। যা ২০২১ সালে গিয়ে প্রায় দ্বিগুণে দাঁড়ায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!