চরম মূল্য দিতে হবে: জো বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৯:৩৯ এএম
চরম মূল্য দিতে হবে: জো বাইডেন

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল-জাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণ স্থানীয় টেলিভিশন, রেডিও এবং অনলাইন লাইভে সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণে প্রেসিডেন্ট বলেন, “তাদের বলছি, যারা এই হামলা চালিয়েছে। যারা আমেকিার ক্ষতি চায়, তারা জেনে রাখুন, আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। আমরা আপনাদের খুঁজে খুঁজে বের করব।”

হামলাকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, “আপনাদের চরম মূল্য দিতে হবে। যেকোনো মূল্যে আমাদের জনগণের স্বার্থ রক্ষা করব।”

এদিকে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্বের গণমাধ্যমগুলো।

বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাইডেন তার ভাষণে আত্মঘাতী হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তার প্রেস সচিব জেন সাকি জানান, নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এদিকে নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএস)।

১৫ আগস্ট তালেবানরা ক্ষমতা দখল পর থেকেই হাজার হাজার মানুষ বিদেশি বিমানে দেশ ছাড়ার চেষ্টায় আছেন। প্রতিদিনই ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরে। এর আগে গোলাগুলি ও পদপিষ্ট হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়। কয়েক দিন ধরেই পশ্চিমা দেশগুলো কাবুলের বিমানবন্দরে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে আসছিল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!