ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন।
রোববার সকালে দক্ষিণ প্রদেশর সরকার নিয়ন্ত্রিত লাহিজে আল-আনাদ সামরিক ঘাঁটিতে এই হামলা হয়।
দেশটির দক্ষিণাঞ্চলের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিবের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।
এতে সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে করা হয়েছে বলে জানান মুখপাত্র নাকিব। কর্মকর্তারা জানান, সৈন্যরা সকালে অনুশীলনের সময় ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আঘাত হানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি।
ঘটনাস্থলে এখনো তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০১৪ সাল থেকেই ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘর্ষ চলছে। তবে এ হামলার ঘটনায় বিদ্রোহীদের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।