• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

সার্বিয়ায় কয়লা খনি ধসে ২৮ শ্রমিক হতাহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০৭:৪৮ পিএম
সার্বিয়ায় কয়লা খনি ধসে ২৮ শ্রমিক হতাহত
ছবি : রয়টার্স

সার্বিয়ায় একটি কয়লা খনিতে ধসে কমপক্ষে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক। শুক্রবার (১ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ সার্বিয়ায় ওই বিশাল কয়লা খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে একাংশে ধস নামে। খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

ওই শিফটে ৪৯ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। সেখানে কতজন আটকা পড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।

কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!