• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

শান্তিতে নোবেলজয়ী কিংবদন্তী টুটুর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০২:৪৭ পিএম
শান্তিতে নোবেলজয়ী কিংবদন্তী টুটুর মৃত্যু

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই তথ্য নিশ্চিত করেন।

বিবিসি জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এক বিবৃতিতে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, “বিশপের চিরবিদায় দক্ষিণ আফ্রিকার জনগণের তথা একটি প্রজন্মের কাছে শোকের আরেকটি নতুন অধ্যায়।” এসময় স্বাধীন দক্ষিণ আফ্রিকাকে গড়ে তুলতে আর্চবিশপ টুটুর ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক কিংবদন্তী ছিলেন টুটূ। ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ সরকারের জাতিগত বিচ্ছিন্নতা ও বৈষম্যের অবসান আন্দোলনের নেতৃত্ব দেন তিনি।

বর্ণবৈষম্য বিলুপ্ত করার সংগ্রামে ভূমিকার জন্য তিনি ১৯৮৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন। দেশে ও বিদেশে খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন তিনি। আধ্যাত্মিক নেতা ও বিশ্ব মানবাধিকারের প্রচারক হিসেবেও জনপ্রিয় তিনি।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের শেষ প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই টুটুর মৃত্যু হল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!