• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০৪:৪৪ পিএম
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২২

লিবিয়া উপকূলে নৌকা ডুবে তিন শিশুসহ ২২ জন নৌকারোহী মারা গেছেন। নিহতদের সবাই মালির নাগরিক। জাতিসংঘ ও মালি সরকার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুনের ২২ তারিখ থেকে নিহতরাসহ ৮৩ জন আরোহী নিয়ে একটি নৌকা লিবিয়া উপকূলে আটকে ছিল। এদের সবাই মালির নাগরিক।

মালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের অভিবাসন সংস্থার আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ দিন সমুদ্রে ভেসে থাকার পর শনিবার তাদের তীরে ফিরিয়ে আনা হয়েছে।

আইওএমের মুখপ্তার সাফা সেহলি জানান, উদ্ধার জীবিতদের মতে ২২ জন পানিশূন্যতা ও ডুবে গিয়ে মারা যান। বেঁচে যাওয়াদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

গত সপ্তাহে প্রায় দুই হাজার মানুষ উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা করলে ২৩ জনের মৃত্যু হয়। মরক্কো ও স্পেনের মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনার বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যার পর থেকে ইউরোপে অনিয়মিত অভিবাসনের মূল পথ হয়ে উঠেছে লিবিয়া। এই পথে সমুদ্রযাত্রায় অনেকে ডুবে প্রাণ হারিয়েছে। হাজার হাজার মানুষকে আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!