• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপানে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২২, ১২:১২ পিএম
জাপানে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ

জি সেভেন অর্থনৈতিক জোটের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা জানিয়ে ‘নীতিগত’ অবাস্থান থেকে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক ভাষণে এই কথা জানান।

কিশিদা জানান, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় টোকিও জি সেভেন জোটের সদস্য হিসেবে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করবে। রোববার জি সেভেন নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন। 

জাপান সরকারের প্রকাশিত একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী কিশিদা আরও বলেন, “জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল একটি দেশের জন্য এটি খুব কঠিন সিদ্ধান্ত। তবে বর্তমান সময়ে জি সেভেন জোটের ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে জরুরি।”

জাপানের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এর পঞ্চম বৃহত্তম সরবরাহকারী দেশ রাশিয়া। তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও এর পরিণতি থেকে বাঁচতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে পশ্চিমা জোট।

তাই জি সেভেনভুক্ত দেশগুলো রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ বা পর্যায়ক্রমে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার সর্বশেষ প্রচেষ্টা এটি।

Link copied!