• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধ থামাতে পুতিনের সাক্ষাৎ চান জেলেনস্কি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২২, ০২:২১ পিএম
যুদ্ধ থামাতে পুতিনের সাক্ষাৎ চান জেলেনস্কি

রাশিয়ায় একমাত্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই ইউক্রেন যুদ্ধের অবসান করতে পারেন বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সোমবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন, “রাশিয়ার সঙ্গে যে কোনও আলোচনার ব্যবস্থা করা আরও কঠিন হয়ে উঠেছে। সেখানে প্রেসিডেন্টই সব সিদ্ধান্ত নেন। তাকে ছাড়া এই যুদ্ধ বন্ধের ব্যাপারে কথা বলে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না।”

জেলেনস্কি আরও জানান, রুশ সৈন্যদের দখলে থাকা এলাকাগুলোতে গণহত্যার পাওয়া গেছে। তাই দ্বিপাক্ষিক আলোচনার পথ আরও কঠিন হয়ে উঠেছে। তাই পুতিন ছাড়া অন্য রুশ কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা করতে চান না তিনি।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ছাড়া রাশিয়া থেকে আগত কারো সঙ্গে কোনো ধরনের বৈঠক করবো না আমি। আর বৈঠক শুধুমাত্র তখনই সম্ভব যখন আলোচনার টেবিলে একটিই বিষয় থাকবে, সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এ ছাড়া অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।”

Link copied!