• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মৃত্যুঝুঁকিতে ইয়েমেনের ১৩ লাখ মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০২:৫৫ পিএম
মৃত্যুঝুঁকিতে ইয়েমেনের ১৩ লাখ মানুষ

চলমান অস্থিরতার মধ্যেই ইয়েমেনের জনগণের জন্যে বড় দুঃসংবাদ নিয়ে এল জাতিসংঘ। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ইয়েমেনে যুদ্ধের কারণে ১৩ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।

এছাড়াও ২০২১ সালের শেষ নাগাদ নিহতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এই পরিসংখ্যান জানিয়েছে আল-জাজিরা।

৬০ ভাগ মৃত্যুর পরোক্ষ কারণ হতে পারে খাদ্যাভাব কিংবা বিভিন্ন সংক্রামক রোগ। বাকিদের মৃত্যু হতে পারে সরাসরি যুদ্ধক্ষেত্রে কিংবা বিমান হামলায়। মৃত্যুঝুঁকিতে থাকা জনগণের মধ্যে শতকরা ৭০ ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানীর দখল হুতিদের হাতে যায়। এরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

৭ বছরের যুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। অন্তত ১ কোটি ৫৬ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

Link copied!