মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৩:২০ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘোষণা

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার পদত্যাগপত্র জমা দিবেন তিনি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনির বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

ক্ষমতাসীন জোটের অন্তর্দ্বন্দ্বের কারণে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। ধারনা করা হচ্ছে, তার পদত্যাগের মাধ্যমে দেশটির ১৭ মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটতে যাচ্ছে।

যদিও করোনার প্রকোপ বৃদ্ধি আর অর্থনৈতিক মন্দার কারণে অনিশ্চয়তার মধ্যেই থাকছে মালয়েশিয়ায় জনগণ। এছাড়াও মুহিউদ্দিন পদত্যাগের পর পরবর্তী সরকার কে গঠন করতে পারে সেটিও স্পষ্ট নয়।

এই মুহূর্তে মালয়েশিয়ার পার্লামেন্টে কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। এছাড়াও মহামারীর মধ্যে নির্বাচন আয়োজন নিয়েও সন্দেহ রয়েছে। শুরু থেকেই পার্লামেন্ট স্থগিতের প্রতিবাদ ও মুহিউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছেন দুই প্রভাবশালী নেতা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। 

এমন পরিস্থিতিতে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ভর করছে দেশটির রাজা বাদশাহ আল-সুলতান আবদুল্লাহরের সিদ্ধান্তের ওপর।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!