• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদ্বীপেও বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ১২:৩৩ পিএম
মালদ্বীপেও বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। দেশটিতে থাকা প্রবাসী লঙ্কানরা তার বিরুদ্ধে বিক্ষোভ করছে।

সূত্রের বরাতে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর বলছে, মালদ্বীপ থেকে গোতাবায়ার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। এ জন্য দেশটির রাজধানী মালে থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটের টিকিট কাটা ছিল গোতাবায়ার। কিন্তু তিনি সেই ফ্লাইটে সিঙ্গাপুর যাননি।

এখন একটি প্রাইভেট জেটে সিঙ্গাপুরে যাওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। 

এর আগে গোতাবায়া শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে পৌঁছানোর পর তাকে কড়া নিরাপত্তায় গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। 

খবর পেয়ে সেখানে অবস্থানরত শ্রীলঙ্কানরা বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন মালদ্বীপের স্থানীয়রাও। 

দ্বীপটিতে কর্মরত এক লঙ্কান নাগরিক এএফপিকে বলেন, মালদ্বীপের বন্ধুরা, আপনাদের সরকারকে আহ্বান জানান অপরাধীদের যেনও রক্ষা না করা হয়। 

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন।  

শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানান, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।  

এদিকে গোতাবায়া বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন স্পিকার মাহিন্দা ইয়াপা। তবে এখনো তার পদত্যাগের ঘোষণা আসেনি।

Link copied!