• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

মাঙ্কিপক্স: আক্রান্তের সংস্পর্শে এলে ঘরবন্দি থাকুন ২১ দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২২, ০২:৩৫ পিএম
মাঙ্কিপক্স: আক্রান্তের সংস্পর্শে এলে ঘরবন্দি থাকুন ২১ দিন

ভাইরাসজনিত বসন্ত রোগ মাঙ্কিপক্স নিয়ে সরকারি নির্দেশিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) নতুন সতর্কতা অনুযায়ী, মাঙ্কিপক্স সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিকে ২১ দিনের জন্য আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিবিসি জানায়, এ পরামর্শটি শুধু যারা নিশ্চিতভাবে আক্রান্তের বা তার পরিবারের সংস্পর্শে এসেছেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা সবাইকে কন্টাক্ট ট্রেসিংয়ের জন্য তাদের তথ্য প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তাদের এই ২১ দিন সময়ের মধ্যে গুরুতর অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারী ও ১২ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ না করার জন্য বলা হয়েছে।

যুক্তরাজ্য এ পর্যন্ত মাঙ্কিপক্স: আক্রান্তে ২০ জনকে শনাক্ত করা হয়েছে। ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল ও অস্ট্রেলিয়াতে শনাক্ত করা হয়েছে ৪০ জনের বেশি রোগী।

বিরল ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্স মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি দেখা যায়। বানরের মধ্যে প্রথম শনাক্ত হওয়া এই রোগটি মানুষের মধ্যে সহজে ছড়ায় না। তবে যৌন মিলনসহ ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে ছড়াতে পারে।

এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, শরীর ব্যথা ও ফুসকুড়ি। এই ফুসকুড়িগুলো পরে ফোস্কায় পরিণত হয়। সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যে শরীরের এসব দাগ পরিষ্কার হয়ে যায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!