• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

মহামারির প্রকোপ বাড়ছে: জাতিসংঘ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৫৪ পিএম
মহামারির প্রকোপ বাড়ছে: জাতিসংঘ

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৯ হজার ৩০০ রোগীর। তাই মহামারি এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে সব দেশের সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) গবেষক দলের প্রধান সৌম্য স্বামীনাথন বলেন, গত ২৪ ঘন্টার শনাক্ত ও মৃত্যুর হার এটিই প্রমাণ করছে যে মহামারীর প্রকোপ এখনও কমেনি।

করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বেশিরভাগ অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে বলে মনে করছেন গবেষকরা।

ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ডব্লুএইচও-এর সৌম্য স্বামীনাথন আরও জানান, কয়েকটি দেশে টিকা কর্মসূচীর অগ্রগির কারণে সংক্রমণ ও গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ধীরগতি দেখা যাচ্ছে। তবে এখনো বেশিরভাগ অংশেই অক্সিজেনের ঘাটতি, হাসপাতালের শয্যা সংকট ও উচ্চ সংক্রমণ হার রয়েছে।

জাতিসংঘের ছয় সদস্য রাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে। এর মধ্যে আফ্রিকার মৃত্যুর হার দুই সপ্তাহের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। মহামারি নিয়ন্ত্রণে না আসার মূল কারণ হিসেবে টিকা দেওয়ার ধীরগতি, এবং মাস্ক ও শারীরিক দূরত্বের মেনে চলার প্রতি জনগণের অনিহাকে দায়ী করছে জাতিসংঘ।

Link copied!