• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মমতার মন্ত্রিসভায় রদবদল, ৮ মন্ত্রীর শপথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০৮:৫৭ পিএম
মমতার মন্ত্রিসভায় রদবদল, ৮ মন্ত্রীর শপথ

দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্ত করার পর মন্ত্রীসভা ঢেলে সাজাতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমস জানায় বুধবার রাজভবনে নতুন ৭ জনসহ মোট ৮ মন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। নতুন মন্ত্রীরদের মধ্যে রয়েছেনউদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী এবং সত্যজিৎ বর্মন।

বিকাল রাজভবনে শপথ নেন নতুন মন্ত্রীরা। শপথবাক্য পাঠ করান অস্থায়ী গভর্নর লা গণেশন। 

২০২১ সালে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় সবচেয়ে বড় রদবদল এটি। নতুনদের মধ্যে মন্ত্রী হচ্ছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয় এবং স্নেহাশিস চক্রবর্তী। আর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তাজমূল হোসেন এবং সত্যজিৎ বর্মণ।

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পুরোদমে কাজ শুরু করবেন নতুন মন্ত্রীরা।

 

 

 

Link copied!