• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মমতাকে বোঝানোর ক্ষমতা কারো নেই, বললেন অমিত শাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০৯:৩৮ পিএম
মমতাকে বোঝানোর ক্ষমতা কারো নেই, বললেন অমিত শাহ

পশ্চিমবঙ্গের বিধান সভা ও পৌরসভা নির্বাচনে তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধরাশায়ী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কেন্দ্রীয় বাহিনীর ওপর ক্ষমতাসীন দলের প্রভাব নিয়ে মমতার প্রশ্নে হার মানলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হিন্দুস্তান টাইমস জানায়, রোববার সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বোঝানোর ক্ষমতা তার নেই। এই মন্তব্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য।

মূলত ২০০২ সালের গুজরাট দাঙ্গার মামলায় নরেন্দ্র মোদির অব্যহতি নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের ব্যাপারে কথা বলছিলেন অমিত। সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে তিনি বলেন, “‌যারা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন তাদের সবার ক্ষমা চাওয়া উচিত।”

এসময় কেন্দ্রীয় বাহিনী কেবল কেন্দ্র সরকারের আদেশই মেনে চলে -মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী নেতাদের এমন অভিযোগের ব্যাপারে অমিত শাহর মতামত জানতে চান সাংবাদিক।

জবাবে তিনি বলেন,“মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর ক্ষমতা আপনার বা আমার কারোরই নেই।”

 

Link copied!