যুক্তরাষ্ট্রের তৈরি জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকা অনুমোদন দিয়েছে ভারত সরকার। শনিবার পঞ্চম টিকা হিসেবে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এটিকে সবুজ সংকেত দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
হিন্দুস্তান টাইমস জানায়, ৫ আগস্ট ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন। ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা প্রতিরোধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এই টিকা। যদিও এর কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।
এক টুইটে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, “নিজেদের ঝুলিতে টিকার সংখ্যা বাড়িয়েছে ভারত। জনসন অ্যান্ড জনসনের একটি ডোজের টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এখন ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য পাঁচটি টিকা আছে।”
করোনা মোকাবেলায় মে মাস পর্যন্ত মোট চারটি করোনা টিকার জরুরি ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ভারত। শুরুতে অনুমোদন পায় অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত সেরাম ইনস্টিটিউটে তৈরি ‘কোভিশিল্ড’ টিকা। এরপর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার অনুমোদন দেওয়া হয়।
পরে রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি ও মডার্নার তৈরি করোনা টিকাও অনুমোদন দেয় ভারত। প্রতিটি টিকাই দুই ডোজ করে নিতে হয়। সর্বশেষ সংযোজন হিসেবে তালিকায় যুক্ত হলো বিশ্বের প্রথম এক ডোজের জনসনের করোনা টিকা।