• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বভ্রমণের রেকর্ড গড়লেন সর্বকনিষ্ঠ পাইলট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১২:২৪ পিএম
বিশ্বভ্রমণের রেকর্ড গড়লেন সর্বকনিষ্ঠ পাইলট

সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে পুরো পৃথিবী ভ্রমণের রেকর্ড গড়েছেন এক কিশোর পাইলট। ১৭ বছর বয়সী ম্যাক রাদারফোর্ড একটি ছোট বিমানে করে পাঁচ মাস ধরে একাই ঘুরে বেড়িয়েছেন ৫২টি দেশে।

জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক ম্যাক বেড়ে উঠেছেন বেলজিয়ামে। স্থানীয় সময় বুধবার ভ্রমণের বিশ্বরেকর্ড গড়ে বুলগেরিয়ার সোফিয়ায় অবতরণ করেন তিনি।

দীর্ঘ এই সফরে সুদানে ধুলিঝড়ের কবলে পড়েছেন তিনি। রাত কাটিয়েছেন জনবসতিহীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে।

এর আগে এককভাবে উড্ডয়নের রেকর্ড গড়েছিলেন ব্রিটিশ পাইলট ট্র্যাভিস লুডলো। ১৮ বছর বয়সী লুডলো গত বছর তার যাত্রা শেষ করেন।

ম্যাক রাদারফোর্ডের বড় বোন জারাও বিশ্বের সর্বকনিষ্ঠ নারী পাইলট হিসেবে বিশ্বভ্রমণের রেকর্ড গড়েছিলেন। এ বছরের জানুয়ারিতে তার যাত্রা শেষ হয়।

ম্যাককে অভিবাদন জানানোর সময় সোফিয়া বলেন, সফর থেকে ফিরে ভাইয়ের সঙ্গে নিজের ভ্রমণের পরিকল্পনা শেয়ার করেছিলেন তিনি। বোনের দেখানো পথ অনুসরণ করেই তার রেকর্ডে ভাগ বসিয়েছেন ম্যাক রাদারফোর্ড।

 

Link copied!