• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বিমান চালানোর সময় মারামারি করে বরখাস্ত দুই পাইলট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০৪:৪৪ পিএম
বিমান চালানোর সময় মারামারি করে বরখাস্ত দুই পাইলট

অশোভন আচরণের কারণে দুই পাইলটকে বরখাস্ত করেছে বিমান সংস্থা এয়ার-ফ্রান্স। কর্তৃপক্ষ জানায়, বিমানের ককপিটে মারামারি করেছিলেন তারা।

জুন মাসে জেনেভা থেকে ফ্রান্স যাওয়ার পথে এয়ার-ফ্রান্স এয়ারলাইনসের বিমান এ-৩২০ এর পাইলট ও কো-পাইলট । এ সময় তারা একে অপরকে কিল-ঘুষিও মারেন।

সে সময় তাদের হাতাহাতির আওয়াজ পেয়ে পরিস্থিতি শান্ত করতে ককপিটে চলে আসেন বিমানের কেবিন ক্রুরা। বিমানটি নিরাপদে অবতরণ করার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন তাদের একজন।

গত মঙ্গলবার প্রকাশিত এয়ারলাইনসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটি এ ঘটনাকে নিরাপত্তা ত্রুটি হিসেবে অভিহিত করেছে।

এ ঘটনায় বিমানযাত্রায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে এয়ার-ফ্রান্স কর্তৃপক্ষ। সুইস সংবাদমাধ্যম লা ট্রিবিউনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
 

Link copied!