উপনির্বাচনে জিতে বিধানসভায় বিধায়ক পদে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় বৃহস্পতিবার ক্ষমতাগ্রহণ করেছেন তিনি।
আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার দুপুরে অধিবেশন কক্ষে মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যের গভর্নর জগদীপ ধনখড়। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না।
বিরোধীদলে সদস্যদের অনুপস্থিতিতেই বিধানসভায় শপথ নিয়েছেন মমতা। তার সঙ্গে শপথ নেন আরও দুই বিধায়ক।
৩০ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের ভোট অনুষ্ঠিত হয়। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।
বিধানসভা নির্বাচনে বিজেপিকে হটিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখলেও নিজ আসন নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত হলেও বিধানসভায় আসনশূন্য ছিলেন তিনি।
অবশেষে রোববার (৩ অক্টোবর) সেই আক্ষেপ ঘুচিয়ে ভবানীপুর উপনির্বাচনে জয় পান তৃণমূল নেত্রী মমতা। বিধানসভাতেও নিজের আসন ফিরে পান।