• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বাড়িতে আগুন দিয়ে বাইরে এনে তিনজনকে গুলি করে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০২:২১ পিএম
বাড়িতে আগুন দিয়ে বাইরে এনে তিনজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে একটি ভবনে আগুন দেওয়ার পর সেখান থেকে ছুটে বের হওয়া লোকদের ওপর গুলি চালিয়ে অন্তত তিনজন হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

শহরের পুলিশ প্রধান ট্রয় ফিনার জানান, স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, সন্দেহভাজন ব্যক্তি হিউস্টন পুলিশের এক কর্মকর্তার গুলিতে মারা যান।

ফিনারের মতে, নিহতরা সবাই পুরুষ। তাদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। এ হামলা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে সিএনএনকে জানান ফিনার।

তিনি আরও বলেন, “সন্দেহভাজন হামলাকারী বাড়িটিতে আগুন দিয়ে বাসিন্দাদের বাইরে আসার জন্য অপেক্ষায় ছিল। পরে সে তাদের ওপর গুলি চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছালেও বন্দুকধারীর কারণে পিছু হটতে হয় তাদের।”

জানা গেছে, সন্দেহভাজন এই হামলাকারী ৪০ বছর বয়সী আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। হামলার সময় তিনি আপাদমস্তক কালো পোশাক পরেছিলেন।

Link copied!