• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বন্যায় ডুবে গেছে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৯:৫০ এএম
বন্যায় ডুবে গেছে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা

ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। জুন মাসে শুরু হওয়া এ বন্যায় এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভেসে গেছে রাস্তা, বাড়িঘর ও ফসল। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। দেশটির জলবায়ুমন্ত্রী শেরি রহমান জানিয়েছেন, পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা বন্যায় তলিয়ে গেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বন্যাকবলিত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন। এ বিপর্যয় সামাল দিতে পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান।

এক দশকের মধ্যে এত ভয়াবহ বন্যার মধ্যে পড়েনি পাকিস্তান। এ পর্যন্ত বন্যায় ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

বন্যা পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে শেরি রেহমান বলেন, “আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা এর আগে কখনো এ পরিস্থিতি দেখিনি।”

সোমবার পাকিস্তানের কর্মকর্তারা জানান, বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের এক-তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, বন্যায় গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। লাখো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অনেকে অস্থায়ী আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন। দেশটিতে ৩ কোটি ৩০ লাখ মানুষ বন্যাকবলিত। দেশের মোট জনসংখ্যার ১৫ শতাংশ বন্যাকবলিত।

Link copied!