• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে স্বাগত জানাল মার্কিন সিনেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ১০:৪২ এএম
ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে স্বাগত জানাল মার্কিন সিনেট

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ সর্বসম্মত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। অধিবেশনে পশ্চিমা প্রতিরক্ষা জোট সম্প্রসারণকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ ও ভ্লাদিমির পুতিনের জন্য দুঃসংবাদ বলে অভিহিত করা হয়।

ন্যাটোতে ইউরোপীয় দেশ দুটির প্রার্থিতা অনুমোদনের জন্য ভোটাভুটি হলে পক্ষে ভোট পড়ে ৯৫টি, বিপক্ষে ১টি।

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, ন্যাটোর সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরই ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।

ন্যাটোর নীতিমালা অনুযায়ী, নতুন সদস্য যুক্ত করতে হলে জোটের সব কটি দেশের সম্মতি থাকতে হয়। শুরুতে ন্যাটোর অন্যান্য সদস্যরা সুইডেন ও ফিনল্যান্ডকে জোটে টানতে আগ্রহ জানালেও তুরস্কের আপত্তিতে তা আটকে যায়।

জুনের শেষে কয়েক সপ্তাহের নাটকীয়তার পর সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের পক্ষে সমর্থন দেয় জোটের সদস্য তুরস্ক। মার্কিন সিনেটের অনুমোদনের মাধ্যমে দুই দেশের যোগদানের প্রক্রিয়া আরও অগ্রসর হলো।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!