জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)। অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ভাষণে তিনি বলেন, “আমরা কাজ করছি পৃথিবীতে শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়ন প্রসারের জন্য। কাজ করতে গিয়ে আমরা দেখছি আমাদের পৃথিবী ভালো নেই।”
তিনি আরও বলেন, “বিশ্বের বিপদ মোকাবিলায় প্রয়োজন ঐক্য ও সবার সহযোগিতা। তবেই এই সংগঠন তার সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারবে।”
গুতেরেস বলেন, সাধারণ চ্যালেঞ্জগুলো ছাড়াও দ্বন্দ্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অবিরাম সংহতি প্রয়োজন।
আগামী সপ্তাহে বিশ্বের অনেক রাষ্ট্র ও সরকারপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
তবে আগামী সোমবার ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের অনেকে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবশ্য এখন পর্যন্ত এ সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।