• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পারমাণবিক হামলার অনুশীলন করছে রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২২, ১১:১০ এএম
পারমাণবিক হামলার অনুশীলন করছে রাশিয়া

পারমাণবিক হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিয়ে অনুশীলনের কথা স্বীকার করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ সেনাবাহিনী জানায়, কালিনিনগ্রাদের পশ্চিমাঞ্চলীয় ছিটমহলে এসব ক্ষেপণাস্ত্র নিয়ে অনুশীলন করেছে সেনারা।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৭০তম দিনে এই ঘোষণা দিয়েছে মস্কো। ২৪ ফেব্রুয়ারির ইউক্রেনে সেনা পাঠানোর পর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি দিলেও এই প্রথম এর অনুশীলনের খবর পাওয়া গেল।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক হামলায় সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্কান্দারের ‘সিমুলেটেড ইলেক্ট্রনিক লঞ্চ’ অনুশীলন করেছে সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপি জানায়, রুশ সেনারা শত্রুদের ঘাঁটির অনুকরণ করে তৈরি করা কৃত্রিম বিমানঘাঁটি ও অবকাঠামোর মতো লক্ষ্যবস্তুতে এসব হামলা অনুশীলন করে। এছাড়া রাসায়নিক হামলা মোকাবেলায় সামরিক ইউনিটগুলো তেজস্ক্রিয়তা ও রাসায়নিক দূষণযুক্ত পরিবেশেও অনুশীলন করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, ‘সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা’ প্রতিহত করতেই সেনারা এ ধরনের অনুশীলন করছে। বিভিন্ন মহড়ায় শতাধিক সেনাসদস্য অংশগ্রহণ করেছে।

ইউক্রেনে সৈন্য পাঠানোর পরপরই রাশিয়া তাদের পরমাণু বাহিনীকে প্রস্তুত রেখেছে। ইউক্রেন সংঘাতে পশ্চিমা দেশগুলো সরাসরি হস্তক্ষেপ করলে ‘বিদ্যুৎ গতিতে’ প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।

Link copied!