• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানে বন্যায় প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১১:৪৯ এএম
পাকিস্তানে বন্যায় প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে

চলতি মৌসুমে পাকিস্তানে বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৯০৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান সিএনএনকে এ কথা জানান।

এক টুইটে মন্ত্রী আরও বলেন, মৃতদের মধ্যে অন্তত ৩২৬ জন শিশু রয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে বলে উল্লেখ করেছেন তিনি। বন্যাদুর্গতদের জন্য আন্তর্জাতিক সহায়তারও আবেদন করেছেন রেহমান।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে তিনি বলেন, “দুর্যোগে আক্রান্ত হাজার হাজার মানুষের কোনো আশ্রয় ও খাবার নেই। যোগাযোগব্যবস্থাও ভেঙে পড়েছে। গুরুতর মানবিক বিপর্যয়ের মধ্যে আছে তারা।”

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুসারে জুনের মাঝামাঝি সময় থেকে পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ওসিএইচএ জানায়, বন্যায় কমপক্ষে ৯৫ হাজার ৩৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। সিন্ধু প্রদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল ও বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশ এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক ও অবকাঠামোগত ক্ষতির দিক থেকে দুটি প্রদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

Link copied!