• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানজুড়ে পেট্রল সরবরাহ বন্ধের শঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৩:২২ পিএম
পাকিস্তানজুড়ে পেট্রল সরবরাহ বন্ধের শঙ্কা

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে বিদ্যুৎ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। সংকটের আশঙ্কায় দেশটিতে অধিক পরিমাণে পেট্রল মজুত করছেন ক্রেতারা। পেট্রল সংকটের কারণে বিক্রেতারাও সমালোচনার মুখে পড়েছেন।

জনগণের তীব্র ক্ষোভের মুখে দেশজুড়ে পেট্রল পাম্প বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পেট্রলিয়াম পরিবেশক সংস্থা।

দ্য ট্রিবিউন এক্সপ্রেস বলছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির তথ্য সম্পাদক নোমান আলী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নোমান আলী বলেন, “আন্তর্জাতিক ও আঞ্চলিক বাজারের সব ব্যবসায়ী ডিজেল সংকটের মুখোমুখি হয়েছে। সবাই এই সংকট মোকাবেলার চেষ্টা করছে। পেট্রল ডিলারদের ওপর জনগণের এই ক্ষোভ অযৌক্তিক।”

পাকিস্তানি পেট্রলিয়াম পরিবেশক সংস্থার এই কর্মকর্তা আরো বলেন, “এখন পর্যন্ত পাঞ্জাবে ডিজেল সংকট দেখা দিয়েছে। সমাধানের জন্য দেশের তেল ও গ্যাস রেগুলটরির সঙ্গে আমরা যোগাযোগ করেছে।”

এদিকে জ্বালানি সংকটেও ভুগছে পাকিস্তান। মঙ্গলবার দেশের সিনেট কমিটি বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে সিনেট কমিটি।

Link copied!