ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানে ৫ হাজার ৬০০ বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির সিনিয়র জেনারেল বাচা দেবেলে এক বিবৃতিতে এই তথ্য জানান।
তবে হতাহতের এ ঘটনা করে ঘটেছে তা উল্লেখ করেননি এই সামরিক কর্মকর্তা। স্থানীয় সংবাদদাতারা জানান, গত কয়েক দিনের মধ্যেই এই সংঘর্ষ ঘটে থাকতে পারে।
জেনারেল বাচা আরও জানান, অভিযানে ২ হাজার ৩০০ বিদ্রোহী আহত হয়েছে। অন্তত ২ হাজার জনকে আটক করা হয়েছে।
গত বছরের নভেম্বর থেকেই টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। জাতিসংঘ বলছে, এই সংঘর্ষের প্রভাবে এ অঞ্চলের সৃষ্ট অস্থিরতায় কয়েক লাখ বেসামরিক মানুষ না খেয়ে আছে।
লেফটেন্যান্ট জেনারেল দেবেলে দাবি করেন, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) এসব বিদ্রোহীরা ইথিওপিয়ায় বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছিল। টাইগ্রের পার্শ্ববর্তী আমহার এবং আফার অঞ্চলেও আধিপত্য বিস্তারের চেষ্টা করে তারা।
টাইগার অঞ্চলের প্রধান বিরোধী দল টিপিএলএফ। গত বছর দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারের সঙ্গে টিপিএলএফের নেতাদের মতবিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়।